ভিডিও

সিরাজগঞ্জের তাড়াশে অভিযুক্ত দুই  শিক্ষককে বদলি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৮:২১ রাত
আপডেট: জুলাই ১৩, ২০২৪, ১০:৫৭ রাত
আমাদেরকে ফলো করুন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ঘুমিয়ে পড়ার ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে সুশীল কুমার মাহাতো নামের ওই শিক্ষককে মারধর করেন অপর দুই সহকর্মী। ওই ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার এক সপ্তাহ পর তাদের শাস্তিমূলক বদলি করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতোকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের লাউশান আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথ কুমার মাহাতোকে সগুনা ইউনিয়নের ভেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির চিঠিতে স্বাক্ষর করেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশীদ। একইদিন বদলির বিষয়টি পত্র মারফৎ তাড়াশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানকে অবহিত করেছেন এ কর্মকর্তা।

এর আগে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশীদ বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতোর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন। শাস্তিমূলক বদলিপত্র প্রাপ্তির বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান নিশ্চিত করেছেন। 

এর আগে ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ জুন তদন্ত কমিটির সদস্য তাড়াশ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী এবং মো. মনিরুজ্জামান ঘটনার তদন্ত করেন। তদন্তকালে তারা সহকর্মী কর্তৃক সুশীল কুমার মাহাতো নামের ওই শিক্ষককে মারধরের সত্যতা পান। সেই সাথে তদন্ত প্রতিবেদনটি সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশীদের কাছে প্রেরণ করেন। এতে মারধর করা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এ কমিটি সুপারিশ করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS